মালদা

গাছ লাগানোকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্যাকে মারধর করার অভিযোগ সুপার ভাইজারের বিরুদ্ধে

বৃক্ষরোপণের কর্মসূচীর গাছ লাগানোকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্যাকে মারধর করার অভিযোগ উঠল এমজিএনআরইজিএস তৃনমুলের সুপার ভাইজার ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।

            জানা যায়, পুরাতন মালদার যাত্রাডাঙায় পঞ্চায়েত সমিতি থেকে পাওয়া বৃক্ষরোপণের কর্মসূচীর গাছ ওই এলাকায় লাগাতে যায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। অভিযোগ তারা সেখানে গাছ লাগাতে গেলে তাদেরকে বাধা দেয় এমজিএনআরইজিএস তৃনমুলের সুপার ভাইজার ও তার দলবল। যাত্রাডাঙা হাই স্কুল ময়দানে এই কর্মসূচীটি করা হচ্ছিল। তাদেরকে বাধা দেওয়ার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় গ্রাম পঞ্চায়েতের সদস্যা সাবিলা খাতুন।

            তিনি ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন কেন তাদেরকে গাছ লাগাতে দেওয়া হচ্ছে না। অভিযোগ এরপরেই তৃনমুলের সুপার ভাইজার ও তার দলবল গ্রাম পঞ্চায়েতের সদস্যা সাবিলা খাতুন কে মারধর করে। স্ত্রীকে মারতে দেখে তার স্বামী বাধা দেওয়ায় তাকেও মারধর করা হয় এবং সাবিলা খাতুনের গলা থেকে সোনার মালা ছিনিয়ে চম্পট দেয় তারা বলে অভিযোগ। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ার করেছেন সাবিলা খাতুন। এরপর এই বিষয় নিয়ে তিনি বিডিও সাহেবের কাছেও লিখিত ভাবে জানান।

            বিডিও নরোত্তম বিশ্বাস জানান, আমি সমস্ত বিষয়টি শুনলাম। পুরো বিষয়টি তদন্ত করে এর সিদ্ধান্ত নেওয়া হবে। বলে তিনি আশ্বাস দেন।